প্রাচীনকালে বাংলাদেশ কোনো একক রাষ্ট্র ছিল না। এটি তখন কতকণগুলো অঞ্চলে বিভ্ক্ত ছিল। অঞ্চলগুলো জনপদ নামে পরিচিত ছিল। বিভিন্ন সুত্র থেকে প্রাপ্ত কতিপয় প্রাচিন জনপদ নিচে দেওয়া হলোঃ-
প্রাচিন জনপদ | বর্তমান জনপদ |
গৌড় | উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল, আধুনিক মালদহ, মুশিদাবাদ, বীরভূম ও বর্ধমানের কিছু অংশ, চাপাইনবাবগন্জ। |
বঙ্গ | ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর নিম্ন জলাভূমি, বৃহত্তর বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল,, ঢাকা, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ। |
পুন্ড্রু | বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা |
হরিকেল | সিলেট (শ্রীহট্ট), চট্টগ্রামের অংশবিশেষ। |
সমতট | কুমিল্লা ও নোয়াখালী। |
বরেন্দ্র | বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং পাবনা জেলা জুড়ে। |
চন্দ্রদীপ | বরিশাল। |
উত্তর রাঢ় | মুশিদাবাদ , জেলার পশ্চিমাংশ, সমগ্র বীরভূম জেলা এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমা। |
দক্ষিণ রাঢ় | বর্ধমানের দক্ষিণাংশ, , হুগলির বহুলাংশ এবং হাওড়া জেলা। |
বাংলা বা বাঙলা | সাধারণ খুলনা ,বরিশাল ও পটুয়াখালী। |
“উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণি।”
বাংলার প্রাচিন জনপদ- প্রশ্ন
**বাংলার সর্বপ্রথম প্রাচিন জনপদ– পুন্ড্রু
**বঙ্গ নামে দেশের উল্লেখ পাওয়া যায়— খ্রিস্পূর্ব তিন হাজার বছর আগে।
**সর্বপ্রথম’বঙ্গ’ দেশের নাম পাওয়া যায়— ঋগ্বেদের ‘ঐতরেয় আরণ্যক গ্রন্থে’।
**সুপ্রাচীন বঙ্গ দেশের সীমা উল্লেখ আছে— ড. নাহাররঞ্জন রায়ের ‘বাঙালির ইতিহাস’ গ্রন্থে ।
**বাংলার আদি জনপদগুলোর ভাষা ছিল- অস্ট্রিক।
##বাংলার প্রাচিন জনপদ- প্রশ্ন##
**বরেন্দ্র বলতে বোঝায়- –উত্তরবঙ্গকে (বগুড়া ও রাজশাহী জেলার অনেকটা অঞ্চল)
**প্রাচীনকালে ‘গঙ্গারিডই” নামে শক্তিশালী রাজ্যটি ছিল– অনুমান করা হয় গঙ্গা নদীর তীরে।
** রাজা শশান্ধের শাসনামলের পরে বঙ্গদেশ যে কয়াট জনপদে বিভক্ত ছিল— ৩ টি; পুন্ড্রু, গৌড় ও বঙ্গ ।
**বঙ্গ ও গৌঁড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়— ষষ্ঠ শতকে।
**হিউয়েন সাঙ-এর বিবরণ অনুসারে কামরূপে যে জনপদ ছিল— সমতট।
**রাঢ়দের রাজধানী ছিল—- কোটিবর্ষ।
** প্রাচিন যেসব গ্রন্থে বঙ্গ দেশের নাম উল্লেখ পাওয়া যায়–ঋগ্বেদের “ঐতরেয় আরণ্যক” এর শ্লোকে (2-1-1), মহাভারতে, পতঞ্জলির ভাষ্যে, ওভেদী, টলেমির লেখায়, কালিদাসের রঘুবংশে এবং আবুল ফজলের আইনই-আকবরী গ্রন্থে।
** সমতট রাজ্যের কেন্দ্রস্থল ছিল– কুমিল্লা জেলার বড়কামতায়।
**প্রাচিন রাঢ়জনপদ অবস্থিত– বর্ধমানে।
**প্রাচীন কালে সমতট বলতে বুঝানো হতো—কুমিল্লা ও নোয়াখালি অঞ্চলকে।
**বর্তমান বহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচিন কালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল- বঙ্গ।
**সিলেট প্রাচীন যে জনপদের অন্তর্গত—- হরিকেল ।
** প্রাচীন বাংলায় বাংলাদেশের পর্বাংশে অবস্থিত ছিল– হরিকেল।